"বাবা"
মো: আব্দুর রশিদ
কেউ ডাকে আব্বু, আবার কেউবা আব্বা,
সবার চেনা পরিচিত শব্দ বাবা।
বাবা, শব্দটি অতি ছোট!
এর সাথে জড়িয়ে থাকে কত জীবন
থাকে কত মানুষের কাল্পনিক স্বপন।
নিজ সন্তানের যতো আবদার
পূরণের মাঝেই সুখ তার,
শত কষ্টেও মুখে থাকে হাসি
তার দোয়ায় থাকে পরিবারের খুশি,
সবার খুশিতেই তিনি হন সুখী
অন্যের দুখে তিনি হন দুখী।
ভালোবাসার প্রকাশ মুখে ফোটে না তার
কাজকর্মেই দেখিয়ে দেন ভালোবাসার উপহার।
তিনি কোনো সিনেমার নায়ক নন
তিনি শত মানুষের চাওয়া নন
‘আশা’ এর আরেক নাম তিনি হন।
কোনো রূপকথাতেও তার স্থান নেই
তিনি থাকেন বাস্তব জগতের পৃথিবীতে,
সবার স্বপ্ন পূরণেই তার জীবন লড়াই
তিনি থাকেন সন্তানের পৃথিবী হয়ে।
হাজার সালাম রাখি তার চরণে
যিনি থাকেন পরিবারের ঢাল হয়।
তিনি হলেন বাবা,
তিনি হলেন বাবা।


Comments
Post a Comment