"মা"
মো:আব্দুর রশিদ
আজ আমি বসে আছি,
পা দুটো এলিয়ে দিয়ে,,
কী আয়েশি ভঙ্গিতে,
কিন্তু একদিন তো আমি,
বসতেই পারতাম না!
কে শেখালো বসতে আমায়?
আজ আমি দাঁড়িয়ে আছি,
হাটছি, খেলছি ও দৌড়াচ্ছি,,
কারও কোন সাহায্য ছাড়াই,
কিন্তু একদিন তো আমি,
ঠিকমত দাঁড়াতেই পারতাম না!
কে শেখালো দাঁড়াতে আমায়?
আজ আমি গলাধঃকরণ করছি,
কত শত শক্ত খাবার,
কিন্তু একদিন তো আমি,
খেতেই পারতাম না,
এমনকি কোন নরম খাবারও নয়!
কে শেখালো খেতে আমায়?
আজ আমি কল্পনা করছি,
কলম খাতা রাঙিয়ে তুলছি,
হাজারো ছন্দ আর কবিতায়,
কিন্তু একদিন তো আমি,
লিখতেই পারতাম না!
কে শেখালো লিখতে আমায়?
আজ আমি ভীষণ বাকপটু,
জয় করেছি কতশত মঞ্চ,
আবেগ আর জ্বালাময়ী বক্তৃতায়,
কিন্তু একদিন তো আমি,
কথা বলতেই পারতাম না!
কে শেখালো বলতে আমায়?
আজ আমি খুবই সহনশীল,
হাজারো কষ্টে চক্ষু বেয়ে,
গড়িয়ে পড়ে না অশ্রুফোটা,
কিন্তু একদিন তো আমি,
সামান্য বিষয়েই কেঁদে ফেলতাম!
কে শেখালো সহনশীলতা আমায়?
কে? কে? কে?
এরুপ শতসহস্র প্রশ্নের উত্তর,
খুঁজতে গিয়ে পেলাম আমি যা,
সবকিছুর পিছনেই অবদান রেখেছেন,
এক আত্মনির্ভরশীল মহিয়সী নারী,
যিনি আমার জনমদুখিনী মা!


Comments
Post a Comment