কবিতাটি লিখেছিলাম যখন ৮ম শ্রেনী তে পড়তাম
----------------------
ষড় ঋতু
মো: আব্দুর রশিদ
বাংলাদেশে জন্ম আমার বাংলা আমার প্রান,
বাংলাদেশে বাস করি বাংলায় গাই গান|
বাংলাদেশের ছয়টি ঋতু ধরায় কত নেশা,
দ্বিতীয় ঋতু বর্ষার বৃষ্টি আমার ভালবাসা|
প্রথম ঋতুর দ্বিতীয় মাসে কাঁঠাল পাকে যখন,
শহরে নয় গাঁয়েতে মন যায়রে ছুটে তখন|
শরৎ কালে শিউলী ফুলের লাগে আসর মেলা,
শুভ্র মেঘের ভেলার ফাকেঁ আঁকাশের কত খেলা|
হেমন্তের সকাল বিকাল,
কৃষক ধরে ব্যস্তর হাল|
শীতকালে ভাপা পিঠা আসে যখন দেশে,
ছেলে যুবক যুবতী সব বসে বুড়োর বেশে|
শীতকালে ভোর সকালে উঠি যখন আমি,
শিঁশিঁর বিন্দু ঘাসের উপর সোনার চেয়েও দামি|
শেষ সময়ে ঋতুরাজ আসে বসন্ত,
মধুর সুরে কোকিলের ডাক বাঁচে অনন্ত|
এইতো মোদের বাংলারে ভাই ফুল ফসলে ভরা,
ছয়টি ঋতু এই বাংলাকে থাকতে দেয়না মরা|
💜💜💜💜💜💜💜💜💜

Comments
Post a Comment