আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আমার ব্লগার সাইটে আপনাকে সাগতম।আমাদের এই সাইটে আপনারা প্রয়োজনীয় সকল পোষ্ট পাবেন।
আমাদের পোষ্ট গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
"মা"
মো:আব্দুর রশিদ
চাঁদনী রাতে
নদীর কূলে
মাথা রেখে
তোমার কোলে।
গুণতাম কতো তারা
সাক্ষী আছে যারা।
মা আমি আকাশ ছুঁবো,
তোমার জন্য তারা আনব
আকাশের পাখি হয়ে,
নদীর মতো বয়ে
তোমায় নিয়ে পৃথিবী ঘুরবো।
তুমি বলতে,
ওরে আমার অবুঝ খোকা
আমার আছে কি কোনো ইচ্ছে বাকি?
তুই আমার সকাল সন্ধ্যা
আমার আচঁলে তুই বান্ধা।
লাগবে নাকো কোনো কিছু
থাকিস আমার পিছু পিছু
দিবো নাকো থাকতে দূরে
দূরে গেলেই যাবো মরে।
আঠারো বছর পর,
হাতে হাত রেখেছে বর।
মা বললো,
ছেলে যে আমার চোখের মণি
ফেলেনিকো চোখের পানি
ভালো তুমি রাখবে জানি
অযথা আমার এ গ্লানি
কোনোদিনও না যেনো শুনি
কষ্টে আছে খোকা আমার একটুখানি।
মৃত্যু আমার মায়ের নয়
আমার হয়েছে পৃথিবী ক্ষয়
হৃদয় আমার কেমনে সয়
কার কোলে আমার ঠাই হয়?
মা তুমি বলেছিলে,
বেধেঁছো আমায় তোমার আচঁলে
মিথ্যে তুমি বলেছিলে
আমায় রেখে চলে গেলে
ঐ আকাশের তারা হলে।
ভালোবাসি ভালো থেকো
আকাশ হতে চোখে রেখো
তোমার এই চোখের মণি
ভালো নেই আজ একটুখানি।
রোজ রাতে ভাবি আমি
চাদঁনী হয়ে তুমি
আদর করো আমায়
আজও মনে পরে মা তোমায়।
মাগো আমার মানিক সোনা
আজ আমাদের আকাশচারী
তোমার কথা পরে মনে
কই কথা তারার সনে।
মা তুমি শোনছো কি?
আজ যে আমি সুখে আছি অনেকখানি


Comments
Post a Comment