"প্রিয় পিতা"
মো:আব্দুর রশিদ
সূর্য স্নানে দগ্ধে,
আপন কায়ে ব্যথা লয়ে
মম শিরে বৃক্ষ ছায়া হয়ে,
সর্বদা যে দাঁড়ায়ে তথা;
সে তোঁ আর কেহ নহে
সে যে মোর প্রিয় পিতা।
বর্ষার প্লাবনে ভিজে,
আপন গাত্রে কাঁপুনি করে
মম মাথায় ছাতা ধরে
সর্বসম যে থাকে হেথা;
সে তোঁ আর কেহ নহে
সে যে মোর প্রিয় পিতা।
কষ্টের গহিনে থেকে,
আত্মসুখ পরিহরে
মম সুখের রাজ্য গড়ে
যে ভুলে আপন ব্যথা;
সে তোঁ আর কেহ নহে
সে যে মোর প্রিয় পিতা।
আত্ন অভিলাষ ভুলে
সহৃদয় হেলায়ে,
মম হৃদয় বাঞ্ছা খুলে
যে কহে মোর কথা;
সে তোঁ আর কেহ নহে
সে যে মোর প্রিয় পিতা।
প্রথম মাতৃস্থানে,
বসিয়ে আপন তনয়া;
"বাবা"বাবা" কলরবে
যে ডাকে সর্বদা;
সে তোঁ আর কেহ নহে
সে যে মোর প্রিয় পিতা।

Comments
Post a Comment