চুপ চাপ বসে থাকতে পারলাম না, তাই লিখতে বসলাম
............
............
কোটার একটা বিহিত চাই
মো:আব্দুর রশিদ
কোটা আছে বলেই আজ,
প্রশ্নপত্র ফাস হয়।
কোটা আছে বলেই আজ,
ডাক্তার রা ইঞ্জেকশন দেখে ভয় পায়।
কোটা আছে বলেই আজ,
পুলিশ বাহিনী গুলির নিশানা হারায়।
কোটা আছে বলেই আজ
মেধাবি ছাত্ররা দারে দারে বেড়ায়।
কোটা আছে বলেই আজ
কলেজ গুলোতে গাজার বড় আড্ডা হয়।
কোটা আছে বলেই
৪ পয়েন্টেও ভাল কলেজ পাওয়া যায়।
কোটা আছে বলেই আজ,
ভাইভার প্রশ্ন সহজ হয়।
আমি ধিক্কার জানাই,
কোটার কোনো মানেই নাই।
সবার যদি সমান অধিকার,নারীরা কেন এগিয়ে
কে কত পারে মেধায়,যাকনা সব এগিয়ে।
আমি ধিক্কার জানাই,
আমি এই কামনা করি নাই।
প্রতিবন্ধি,নারী,মুক্তিযোদ্ধার কথা কি আর বলব
এদের কোটায় দুষিত বায়ুতে হয়ত একদিন মরব
......খেলে কানামাছি চোখে কিছু দেখে কি?
৫৬% কোটায় খাইলে অন্যরা সব করব কি?
যেখানে কোনো কোটা নাই,
সেখানেও তারা স্থান পায়
কোটার জায়গায় সাধারন জনতা,
জায়গা পায় না থাকে হীনতা।
দাদা নাতি আর আবাল পুতি
এক লাইনেই চাকরির মুর্তি।
এই ভাবে দেশ চালাইলে জনতা আর বাচব কি?
জ্ঞানী গুনীর অভাব হইব এইটা কেউ ভাবছে নি?
ভাইরা আমার রক্ত দিছে কোটার একটা বিহিত চাই,
মুজিব যদি জাতীর পিতা আমরাও তার ভাগ চাই।।

Comments
Post a Comment