🔰A to Z question for any admition exam🔰
🔰🔰বাংলা সাধারন জ্ঞান🔰🔰
১. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেট২. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের কয়টি স্তর? ৭ টি
৩. কাঁচ তৈরির প্রধান কাচামাল কি? বালি
৪. সুয়েজ খাল কত সালে জাতীয়করন করা হয়? ১৯৫৬ সালে
৫. ব্যেবিলনের ঝুলন্ত উদ্যান কন দেশে অবস্থিত? ইরাক
৬. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ? বায়োগ্যাস
৭. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে? অক্সিজেন ও গ্লুকোজ
৮. প্রেশার কুকারে রান্না তারাতারি হয় কারন ? উচ্চচাপে তরলের স্ফুটানাংক বৃদ্ধি পায়
৯. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভিরতা নির্ণয় করা হয়? ফ্যাদমিটার
১০. দহগ্রাম ছিট্মহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট
১১. বাংলাদেশের কোন বনভুমি শালবনের জন্য বিখ্যাত? মধুপুর ও ভাওয়ালের বনভূমি
১২. জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম? ট্রিগভেলি
১৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? সীতাকোট বিহার
১৪. জাতীয় জাদুঘরের স্থপতি কে? মোস্তফা কামাল
১৫. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে কি বলে? নিয়ত বায়ু
১৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? ৮.৩৩ মিনিট/ ৮.৩২ মিনিট
১৭. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ? ১৯৮৫ সালে
১৮. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বিজয়পুরে
১৯.যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়
২০. উত্তরা গনভবন কোথায় অবস্থিত? নাটোর
কবি-সাহিত্যিকদের প্রথম গ্রন্থ
1. রবীন্দ্রনাথ ঠাকুর------ উপন্যাস — বউ ঠাকুরানী হাট — ১৮৭৭সাল।
কবিতা — হিন্দু মেলার উপহার — ১২৮১ বঙ্গাব্দ
কাব্য — বনফুল — ১২৮২ বঙ্গাব্দ
ছোট গল্প — ভিখারিনী — ১৮৭৪ সাল
নাটক — রুদ্রচন্ড — ১৮৮১ সাল
2. কাজী নজরুল ইসলাম --- উপন্যাস — বাধঁন হারা — ১৯২৭ সাল
` কবিতা — মুক্তি — ১৩২৬ বঙ্গাব্দ
কাব্য — অগ্নিবীণা — ১৯২২ সাল
নাটক — ঝিলিমিলি — ১৯৩০ সাল
গল্প — হেনা — ১৩২৬ বঙ্গাব্দ
প্রকাশিত গল্প — বাউন্ডেলের আত্মকাহিনী — ???
3. প্যারীচাঁদ মিত্র---- উপন্যাস — আলালের ঘরের দুলাল — ১৮৫৮ সাল
4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর---- অনুবাদ গ্রন্থ — বেতাল পঞ্চবিংশতি — ১৮৪৭ সাল
5. রাজা রামমোহন রায়---- প্রবন্ধ গ্রন্থ — বেদান্ত গ্রন্থ — ১৮১৫ সাল
6. আবদুল গাফফার চৌধুরী ---- ছোট গল্প — কৃষ্ণ পক্ষ — ১৯৫৯ সাল
উপন্যাস — চন্দ্রদ্বীপের উপাখ্যান
**১৯৬০ সাল শিশু সাহিত্য — ডানপিটে শওকত — ১৯৫৩ সাল
7. আবু ইসহাক--- উপন্যাস — সূর্য দীঘল বাড়ি — ১৯৫৫ সাল
8. আবুল ফজল ------ উপন্যাস — চৌকির — ১৯৩৪ সাল
গল্প — মাটির পৃথিবী — ১৯৩৪ সাল
নাটক — আলোক লতা — ১৯৩৪ সাল
9. আবুল মনসুর আহমেদ---- ছোট গল্প — আয়না — ১৯৩৫ সাল
10. আলাউদ্দিন আল আজাদ--- কাব্য — মানচিত্র — ১৯৬১ সাল
উপন্যাস — তেইশ নম্বর তৈলচিত্র — ১৯৬০ সাল
নাটক — মনক্কোর যাদুঘর — ১৯৫৮ সাল
গল্প — জেগে আছি — ১৯৫০ সাল
প্রবন্ধ — শিল্পীর সাধনা — ১৯৫৮ সাল
11. আহসান হাবীব--- কাব্য — রাত্রি শেষ — ১৯৪৬ সাল
12. গোলাম মোস্তফা --- উপন্যাস — রূপের নেশা — ১৯২০ সাল
13. জসীম উদ্দিন --- কাব্য — রাখালী — ১৯২৭ সাল
14. জহির রায়হান --- গল্প — সূর্য গ্রহন — ১৯৫৫ সাল
15. নীলিমা ইব্রাহিম--- উপন্যাস — বিশ শতকের মেয়ে — ১৯৫৮ সাল
16. নূরুল মোমেন--- নাটক — নেমেসিস — ১৯৪৮ সাল
17. ফররুখ আহমদ--- কাব্য — সাত সাগরের মাঝি — ১৯৪৪ সাল
18. মুনীর চৌধুরী--- নাটক — রক্তাক্ত প্রান্তর — ১৩৬৮ বঙ্গাব্দ
19. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ--- ভাষাগ্রন্থ — ভাষা ও সাহিত্য — ১৯৩১ সাল
20. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়---- গল্প — মন্দির — ১৯০৫ সাল
21. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়--- উপন্যাস –পথের পাঁচালী — ১৯২৯ সাল
22. জীবনান্দ দাশ---- কাব্য — ঝরা পালক — ১৯২৮ সাল
23. মানিক বন্দ্যোপাধ্যায়---- উপন্যাস — পদ্মা নদীর মাঝি — ১৯৩৬ সাল
24. বেগম সুফিয়া কামাল--- গল্প — কেয়ার কাটা — ১৯৩৭ সাল
25. মোহাম্মদ রজিবর রহমান--- উপন্যাস — আনোয়ারা — ১৯১৪ সাল
26. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী --- কাব্য — অনল প্রবাহ — ১৯০০ সাল
27. মাইকেল মধুসূদন দত্ত--- ইংরেজি রচনা — The Captive Ladie — ১৮৪৯ সাল
নাটক –শর্মিষ্ঠা — ১৮৫৯ সাল
কাব্য — তিলত্তমা সম্ভব — ১৮৬০ সাল
মহাকাব্য — মেঘনাদ বধ — ১৮৬১ সাল
28. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -- উপন্যাস ইংরেজি — Rajmohan’s Wife — ১৮৬২ সাল
উপন্যাস বাংলা — দুর্গেশনন্দিনী — ১৮৬৫ সাল
29. দ্বিজেন্দ্রলাল রায়--- নাটক — তারাবাঈ — ???
30. মীর মোশাররফ হোসেন --- নাটক — বসন্তকুমারী — ১৮৭৩ সাল
উপন্যাস — রত্নাবতী — ১৮৬৯ সাল
31. দীনবন্ধু মিত্র--- নাটক — নীলদর্পন — ১৮৬০ সাল
32. রামনারায়ন তর্করত্ন---- নাটক — কুলীনকুল সর্বস্ব — ১৮৫৪ সাল
33. সৈয়দ ওয়ালীউল্লাহ ---- গল্প — নয়নচারা — ১৯৪৫ সাল
উপন্যাস — লালসালু — ১৯৪৮ সাল
34. হাসান হাফিজুর রহমান--- কাব্য — বিমুখ প্রান্তর — ১৯৬৩ সাল
35. শামসুর রহমান ---- কাব্য — প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে — ১৯৫৯ সাল
36. শহীদুল্লাহ কায়সার---- উপন্যাস — সারেং বউ — ১৯৬২ সাল
37. বন্দে আলী মিঞা---- কাব্য — ময়নামতির চর — ১৯৩০ সাল
38. বেগম রোকেয়া---- প্রবন্ধ — মতিচুর — ১৯০৪ সাল
1)প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
(2)সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
(3)সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
(4)বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান)
(5)বৃহত্তম নগর (জনসংখ্যায়) : সাংহাই (চীন)
(6)বৃহত্তম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল
(7)আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত
(8)আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া
(9)শুষ্কতম স্থান : আতাকামা মরুভূমি, চিলি
(10)জনবসতিপূর্ণ শুষ্কতম স্থান: আসওয়ান, মিশর
(11)ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত)
বাংলাদেশে
০১।বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন?-খোন্দকার মোশতাক আহমেদ।
০২।।বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম অংশগ্রহন করে-১৯৭৮ সালে।
০৩।বৈকারী সীমান্ত অবস্থিত-সাতক্ষীরা জেলায়।
০৪।বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়-১৯৭৬ সালে।
০৫।যে বীরশ্রষ্ঠের নামে একটি ইউনিয়নের নাম করণ করা হয়-ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
০৬।টিয়ার্স অব ফায়ার* মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র
০৭।দেশের জাতীয় বিষয়াবলী উল্লেখ আছে –সংবিধানের ৪নং অনুচ্ছেদে।
০৮।যমুনা নদী পতিত হয়েছে-পদ্মা নদীতে।
০৯।বাংলাদেশের প্রথম রণতরী-বি এন এস পদ্মা।
১০।দেশের সবচেয়ে বড় সার কারখানা-যমুনা সার কারখানা
সাধারণ জ্ঞান
* রিখটার স্কেল এর প্রবর্তকঃ চার্লস ফ্রান্সিস রিখটার
* সড়ক দূর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশঃ নেপাল (বাংলাদেশ দ্বিতীয়)
* 2011 সালে শুক্র গ্রহে ওজোন স্তরের সন্ধান পায়ঃ ভেনাস এক্সপ্রেস ক্রাফট
* মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল লেখকঃ টমাস জেফারসন।
* চীনের প্রথম মহাশূন্য ল্যাব মডিউল এর নামঃ তিয়ান জং-১
* ইয়েমেনের সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিলঃ চেঞ্জ স্কয়ার।
* আইসল্যান্ড এর জাতীয় কবির নামঃ হ্যালডর লাক্সনেস।
* মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী হিসাবে নোবেল পানঃ তাওয়াক্কুল কারমান
* বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন হয় : রংপুর।
* বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা।
* বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি : পাঙন।
* বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল।
* ঢাকায় গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? উঃ তিতাস
* মাস্টার্ড গ্যাস নামক বিষাক্ত গ্যাসটি ব্যবহৃত হয়েছিলঃ প্রথম বিশ্বযুদ্ধে
নদ-নদী এক্সক্লুসিভ::
১.ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী: ৫৫টি।
২. ভারত হতে বাংলাদেশে আসা নদী: ৫৫টি।
৩. মায়ানমার থেকে আসা অভিন্ন নদী: ৩টি।যথা : নাফ , সাঙ্গু ও মাতামুহুরী।
৪. বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা: ১টি (পদ্মা/গঙ্গা)।
৫. বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী: ১টি (কুলিখ)।
৬. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী: হাড়িয়াভাঙ্গা।
৭. যে নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়: মেঘনা।
৮. দুই ভাগ হয়ে মেঘনা যে যে নামে প্রবাহিত হয়: সুরমা ও কুশিয়ারা।
৯. গোমতী নদীকে বলা হয়: কুমিল্লার দুঃখ।
১০. যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত: মেঘনা।
১১.বাংলাদেশের প্রধান নদী বন্দর: নারায়ণগঞ্জ।
১২. বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত: ফরিদপুরে।
১৩. ভারতে সমপ্রতি যে নদীতে বাঁধ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে: টিপাইমুখ নামক স্থানে বরাক নদীতে (সুরমা যা পরবর্তীতে মেঘনা নদীতে পরিনত হয়)।
১৪.বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম: পদ্মা , মেঘনা , যমুনা , ব্রহ্মপুত্র , কর্ণফুলী , সুরমা , মধুমতি।
১৫. শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীরসংখ্যা: ২৩০টি।
১৬. বাংলাদেশের দীর্ঘতম নদী: সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কি. মি.)।
১৭. বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী: পদ্মা (দৈর্ঘ্য ৩৬৬ কি. মি.)।
১৮.বাংলাদেশের দীর্ঘতম নদ: ব্রহ্মপুত্র (এটি বাংলাদেশের এক মাত্র নদ)।
১৯. বাংলাদেশের প্রশস্ত নদী: যমুনা।
২০. বাংলাদেশের খরস্রোতা নদী: কর্ণফুলী
২১. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী: নাফ।
২২. জোয়ার ভাটা হয় না যে নদীতে: গোমতী।
২৩. ভারত যে নদীর ওপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে: গঙ্গা।"
🔰দৈনন্দিন বিজ্ঞান 🔰
উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়- সালফারের কারনেমানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য- ১৮ ইঞ্চি প্রায়
চা পাতায় থাকে – ভিটামিন কে
শব্দ শোনার পর ০.১ সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে
ইনসুলিন নিঃসৃত হয় – অগ্ন্যাশয় ও প্যানক্রিয়াস থেকে
সুষম খাদ্যের উপাদান – ৬ টি
সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ – গামা রশ্মি
বিলিরুবিন তৈরী হয় –যকৃতে
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক – বেশী হয়
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশানাল ইউনিটকে নিউরোন বলে
মাইটোকন্ড্রিয়ার ৭৩% প্রোটিন
ফনোগ্রাফের আবিস্কারক –এডিসন
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে – ক্রোমোসোম
তাপ প্রয়োগে বেশী প্রসারিত হয় –বায়বীয় পদার্থ
পিসি কালচার –মৎস্য চাষ
স্বর্নের খাদ বের করতে –নাইট্রিক এসিড ব্যবহৃত হয়
বাংলাদেশ সংক্রান্ত কতগুলো গুরুত্বপূণ তথ্য
বাংলাদেশের পতীক কি?
** উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা।তারমাথায় পাটগাছের সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান
বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি? জা তীয় জাদুঘর( শাহাবাগ)
বাংলাদেশের জাতীয় উৎসব কিঃ বাংলা নববষবরণ উৎসব
বাংলাদেশের রাষ্ট্রীল মনোগ্রামের ডিজাইনার কে? এ,এন, সাহা
বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে? মেজর জেমস রেনেল
বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে প্রথম জাতীয় সংগীত গাওয়া হয়? 7 মাচ, 1971
জাতীয় সংগীত প্রথম কোন কবিতায় প্রকাশিত হয়? বঙ্গ দর্শন পত্রিকায়
বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম অনুবাদক কে? সৈয়দ আলী আহসান
জাতীয সংগীতে মোট কতটি চরণ আছে? 25 টি
|| বাংলাদেশের ভৌগলিক নাম ||
নদীমাতৃক দেশ --> বাংলাদেশভাটির দেশ --> বাংলাদেশ
পৃথিবীর ব-দ্বীপ --> বাংলাদেশ
সোনালী আঁশের দেশ --> বাংলাদেশ
বাংলাদেশের প্রবেশ দ্বার --> চট্টগ্রাম
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী --> চট্টগ্রাম
বাংলার শস্য ভান্ডার --> বরিশাল
৩৬০ আউলিয়ার দেশ --> সিলেট
বারো আউলিয়ার দেশ --> চট্টগ্রাম
হিমালয়ের কন্যা --> পঞ্চগড় জেলা
পশ্চিমাবাহিনীর নদী --> ডাকাতিয়া নদী
মসজিদের শহর --> ঢাকা
রিক্সার নগরী --> ঢাকা
কুমিল্লার দুঃখ --> গোমতী
চট্টগ্রামের দুঃখ --> চাকতাই খাল
সাগরকন্যা --> পটুয়াখালী
সাগরদ্বীপ বলা হয় --> ভোলা
প্রাচ্যের ডান্ডি --> নারায়ণগঞ্জ
বাংলার ভেনিস --> বরিশাল
বিখ্যাতজনের আগের পেশা!
* আলবার্ট আইনস্টাইন > ছিলেন সরকারি অফিসের কেরানি* উইলিয়াম ফকনার (লেখক) >>> ছিলেন রংমিস্ত্রী
* শ্যন কনারি (অভিনেতা) >>> ছিলেন রাজমিস্ত্রী, ট্রাকচালক
* হিটলার (স্বৈরশাসক) >>> ছিলেন চিত্রকর
* ডব্লিউ সি ফিল্ডস (কৌতুকাভিনেতা) >>> ছিলেন বাজিকর
* মেরিলিন মনরো (অভিনেত্রী) >>> ছিলেন কারখানা শ্রমিক
* বব হোপ (কৌতুকাভিনেতা) >>> ছিলেন বক্সার
* হ্যারি ট্রুম্যান (মার্কিন প্রেসিডেন্ট) >> ছিলেন দোকানদার
* জেরাল্ড ফোর্ড (মার্কিন প্রেসিডেন্ট) >>> ছিলেন মডেল
* হ্যারি ট্রুম্যান (মার্কিন প্রেসিডেন্ট) >>> ছিলেন দোকানদার
* ও হেনরি (লেখক) >>> ছিলেন রাখাল
* এলভিস প্রিসলি (গায়ক) >>> ছিলেন ট্রাকচালক
সৌরজগত:
* "সবুজ গ্রহ" বলা হয়ঃ ইউরেনাস-কে।* সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
* "গ্রহ রাজ" বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
* যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
* শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
* "পৃথিবীর জমজ" নামে পরিচিতঃ শুত্র
* পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
* সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
* সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
১. বিশ্বের প্রাচীনতম সংবাদসংস্থার নাম কি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায়? উত্তর : এএফপি, ১৮৩৫ সালে। সদরদপ্তর- প্যারিস, ফ্রান্স।
২. ইসরাইল ও মিশরের মধ্যে ‘ক্যাম্প ডেভিড’ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?উত্তর : ১৯৭৮ সালে।
৩. মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?উত্তর : কলম্বিয়া।
৪. ‘ক্যাম্প এক্সরে’ কি?উত্তর : কিউবার গুয়ানতানামো বন্দিশালায় তালেবান বন্দিদের আটক রাখার স্থান।
৫. জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? এর লক্ষ্য কি?উত্তর : ১২ আগস্ট, ১৯৪৯ সালে। এর লক্ষ্য হচ্ছে যুদ্ধাহত এবং যুদ্ধবন্দিদের ন্যায়বিচারের জন্য আচরণবিধি তৈরি করা।
৬. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?উত্তর : এ্যালেন শেফার্ড (যুক্তরাষ্ট্র)।
৭. দালাইলামা কে? তিনি কত সালে কিসে নোবেল পুরস্কার পান।উত্তর : তিব্বতের ধর্মীয় নেতা, স্বেচ্ছায় ভারতে নির্বাসিত। ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পান।
৮. জাতিসংঘের মূল ভবনের স্থপতি কে?উত্তর : ওয়ালেস কে হ্যারিসন (যুক্তরাষ্ট্র)।
৯. হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে কবে?উত্তর : ২০৬২ সালে।
১০. বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের অধিবাসী? উত্তর : ইতালির অধিবাসী।
১১. ইন্টারন্যাশনাল সুপার স্টার কাকে অভিহিত করা হয়েছে? উত্তর : উইলিয়াম শেক্সপিয়ারকে।
১২. মধ্যপ্রাচ্যের কোন দেশের কোন সংবিধান বা পার্লামেন্ট নেই? উত্তর : সৌদি আরব।
১৩. বয়েজ স্কাউটদের বিরাট সম্মেলনকে কি বলা হয়? উত্তর : জাম্বুরি।
১৪. সুয়েজখাল কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করে? উত্তর : ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর।
১৫. ওয়ার্ল্ড ডিজনি কে?উত্তর : যুক্তরাষ্ট্রের ডিজনি ল্যান্ডের প্রতিষ্ঠাতা, একজন বিখ্যাত চলচ্চিত্রকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি পুরস্কার বিজয়ী।
১৬. বিশ্বে প্রথম এইডস রোগী ধরা পড়ে কবে?উত্তর : ৫ জুন, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
১৭. কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?উত্তর : ১১ ডিসেম্বর, ১৯৯৭
১৮. সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?উত্তর : ফ্রাংক।
১৯. বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত উপজেলা কোনটি?উত্তর : তেঁতুলিয়া।
২০. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে শুরু কত সালে?উত্তর : ১৯৭৫ সালে।
২১. মানব সম্পদ উন্নয়নসূচকে বাংলাদেশের অবস্থান কত?উত্তর : ১৪৬তম।
২২. জাতিসংঘ দিবস কোনটি?উত্তর : ২৪ অক্টোবর।
২৩. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?উত্তর : তাজউদ্দিন আহমদ
২৪. বাংলাদেশ কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে?উত্তর : ২ বার।
২৫. নোবেল প্রাপ্ত প্রথম মুসলিম মহিলা কে?উত্তর : শিরিন এবাদি।
পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সংবাদ সংস্থা:::::
1.বাংলাদেশ::: বাসস, মিডিয়া সিন্ডিকেট, নিউজ অব বাংলাদেশ (UNB), নিউজ মিডিয়া2. মিশর:::: মিডল ইস্ট নিউজ এজেন্সী (MENA)
3. নেপাল::: রাষ্ট্রীয় সমাচার সমিতি (RSS)
4. ফিলিস্তিন :: ওয়াফা
5. গ্রিস ::: ভয়েস নিউজ এজেন্সী
6. যুগোস্লাভিয়া:: তানযুগ
7. নেদারল্যান্ড::: BNO News
8. ইসরাইল :: জিবউস টেলিগ্রাম এজেন্সী
9. ইন্দোনেশিয়া::: আনতার
10. বেলজিয়াম::: বেলজা
11. চীন::: সিনহুয়া
12. ফ্রান্স:: এজেন্সী ফ্রান্স নিউজ র্(AFP)
13. রাশিয়া ::: তাস, নভোস্তি, ইন্টারফ্যাক্স
14. যুক্তরাষ্ট::: AP ( Associated Press), CNN ( Cable News Network), ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল
15. পর্তুগাল:::: লুসা
16. সিরিয়া::: সানা
17. জাপান :::: FPS
18. জার্মানী:::: ডয়েসে – প্রেস
19.আলজেরিয়া::::APS
20. ইতালি::: ইতালিয়ান জার্নালিস্ট এজেন্সি, ইন্টারপ্রেস সার্ভিস, ANSA
21. কাতার ::: আল জাজিরা
সংবাদপত্র সম্পর্কিত কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য::
• ভারতবর্ষের প্রথম সংবাদপত্র “ বেঙ্গল গেজেট”( ইংরেজিতে), প্রকাশিত হয় 1780 সালে জেমন আগাষ্টাস হিকি এর সম্পাদনায়।।।।।
• বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ” সমাচার দর্পন” 1818 সালে প্রকাশিত হয় যার সম্পাদনায় ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।।
• ভারতীয় বা্ঙালীদের সম্পাদনায় প্রথম প্রকাশিত সপ্তাহিক ” বা্ঙাল গেজেট”। 1818 সালে গঙ্গাকিশোর ভট্টাচার্য এর সম্পাদনায়।
• বাংলাভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র “ সংবাদ প্রভাকর” ।1831 সালে প্রথম সপ্তাহিক, 1836 সালে বারত্রয়িক( সপ্তাহে তিন দিন) এবং 1839 সালের 14 জুন থেকে ঈশ্বর গুপ্ত এর সম্পাদণায় দৈনিক সংবাদ হিসেবে প্রকাশিত হয়।
• মুসলমান সম্পাদিত প্রথম সংবাদ পত্র ”সমাচার সভারাজেন্দ্র”। 1831 সালে সপ্তাহিকরুপে শেখ আলিমুল্লাহের সম্পাদনায় প্রকাশিত হয়।
• 1843 সালে অক্ষয় কুমার দত্ত ( পরে ঈশ্বরচনদ্র বিদ্যাসাগর) এর সম্পাদনায় তত্বোবোধিনী পত্রিকা প্রকাশিত হয়।
• ”হিতকারী” মীর মোশাররফ হোসেন সম্পাদিত 1890 সালের একটি পত্রিকা।
• ”বঙ্গদর্শন” -1872 সালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত ।
• 1914 সালে প্রমথ চেীধুরী কর্তৃক সম্পাদিত পত্রিকা “ সবুজপত্র”
• “ মোসলেম ভারত”- শান্তিপুরের কবি মোজাম্মেল হক (1920)
• নবযুগ (1920), ধুমকেতু (1922), লাঙ্গল(1925) – কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা্।
• ”কল্লোল”-(1923)- দীনেশ রঞ্জন দাশ
• প্রগতি- (1927) সালে ঢাকা হতে প্রকাশিত পত্রিকা সম্পাদনায় বুদ্ধদেব বসু ও অজিত কুমার।
• 1926 সালে প্রতিষ্টিত হয় মুসলিম সাহিত্যে সমাজ। এর মুখপাত্র হিসেবে 1927 সালে প্রকাশিহ হয় শিখা পত্রিকা। শ্লোগান- জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। প্রথম সম্পাদক আবুল হোসেন।পরে মোতাহের হোসেন।
• “ সমকাল” সিকান্দার আবু জাফর সম্পাদিত 1957 সালে প্রকাশিত মাসিক সাহিত্যে পত্রিকা।
• আঙ্গুর- কিশোর মাসিক (1920)- মুহম্মদ শহীদুল্লাহ।।।।।।।।।
# "আলোকিত মানুষ" তৈরির কর্মসূচী- বিশ্ব সাহিত্য কেন্দ্রের।
# 'ডেমোক্রেসি ওয়াচ'- বাংলাদেশ ভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা।
# বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)- সাভার, ঢাকা।
# পোর্ট সৈয়দ, সুয়েজ, আলেকজান্দ্রিয়া বন্দরসমূহের অবস্থান- মিশর।
# ভার্সাই (Versailles)- উত্তর ফ্রান্সের একটি শহর । ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এ স্থানেই জার্মানি ও মিত্র বাহিনীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই চুক্তি নামে পরিচিত।
# দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে- যশোর।
# বাংলার প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দিন মোবারক শাহ ।
# অষ্কার পুরষ্কার মোট যতগুলো ক্যাটাগরীতে- ২৪টি।
# সম্প্রতি নির্বাচিত দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম- পার্ক জিউন-হি।
|| বাংলাদেশকে স্বীকৃতি ||
১. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ? ভারত ।
২. ভারত কোন্ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? ৬ ডিসেম্বর ১৯৭১ ।
৩. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি ? ভূটান ।
৪. ভূটান কোন্ তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? ৭ ডিসেম্বর ১৯৭১ ।
৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি ? ইরাক , ৮ জুলাই ১৯৭২ ।
৬. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ কোনটি ? মালয়েশিয়া , ২৫ ফেব্রুয়ারী ১৯৭২ ।
৭. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ? সেনেগাল , ১ ফেব্রুয়ারী ১৯৭২ ।
৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপের দেশ কোনটি ? পোল্যান্ড , ১২ জানুয়ারী ১৯৭২ ।( বিঃ দ্রঃ পোল্যান্ড/বুলগেরিয়া না থাকলে বেলজিয়াম দিতে হবে )
৯. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি ? পোল্যান্ড , ১২ জানুয়ারী ১৯৭২ ।
১০. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি ? কানাডা , ১৪ ফেব্রুয়ারী ১৯৭২ ।
ADB= Asian Development Bank
ADP= Annual Development Programme
APEC= Asia-Pacific Economic Cooperation
ASEAN= Association of South East Asian Nation
AIDS= Acquired Immune Deficiency Syndrome
BARD= Bangladesh Academy for Rural Development
BAPEX= Bangladesh Petroleum Exploration and Production Company Limited
BARI= Bangladesh Agricultural Research Institution
BASIC= Bank of Small Industries and Commerce
BASIS= Bangladesh Association of Software and Information Services
BATEXPO= Bangladesh Textile Exposition
BCS= Bangladesh Civil Service
BEPZA= Bangladesh Export Processing Zones Authority
BINA= Bangladesh Institute of Nuclear Agriculture.
BKMEA= Bangladesh Knitwear Manufacturers and Exporters Association
BIMSTEC= Bay of Bengal Initiatives on Multi-Sectoral Technical and Economic Cooperation
BJMA= Bangladesh Jute Mills Association
BOA= Bangladesh Olympic Association
BOI= Board of Investment
BRTC= Bangladesh Road Transport corporation
BSTI= Bangladesh Standard and testing Institution
BTC= Bangladesh Tariff Commission
BBC= British Broadcasting Corporation
BIS= Bank of International Settlement
BO= Beneficiary Owner
BRRI= Bangladesh Rice Research Institution
BSA= Bangladesh Standard on Auditing
BTCL= Bangladesh Telecommunication Company Limited
BTRC= Bangladesh Telecommunication Regulatory Commission
BTTB= Bangladesh Telegraph and Telephone Board
CAA= Civil Aviation Authority
CAB= Consumers' Association of Bangladesh
CARE= Cooperative for Assistance and Relief Everywhere
CID= Criminal Investigation Department
CNG= Compressed Natural Gas
CDBL= Central Depository Bangladesh Limited
CIA= Central Intelligence Agency
CBA= Collective Bargaining Agent
CIB= Credit Information Bureau
CIRDAP= Centre on Integrated Rural Development for Asia and the Pacific
CNN= Cable News Network
CRD= Central Recovery Department
CRR (Cash Reserve Ratio)
(It is the amount that commercial bank have keep at Central Bank as deposit. Currently for Non Islamic
commercial banks 4% and Islamic commercial bank 6%)
DNA= De-ox ribonucleic Acid
DA= Daily Allowance/ Dearness allowance
DAE= Department of Agricultural Extension
DB= Detective Branch
DCCI= Dhaka Chamber of Commerce and Industry
DFI= Direct Foreign Investment
ECG= Electro Cardio Gram
ECNEC= Executive Committee of National Economic Council EPZ= Export Processing Zone
ESCAP= Economic and Social Commission for Asia and the Pacific
EVA= Economic Value Added
FAO= Food and Agricultural Organization
FDI= Foreign Direct Investment
FBCCI= Federation of Bangladesh Chamber of Commerce and Industry FY= Fiscal Year
FOB= Free on Board
FBI= Federal Bureau of Investigation
FIFA= Federation of International Football Association
GATT= General Agreement on Tariffs and Trade (At Present WTO)
GDP (Gross Domestic Product)
GMT= Greenwich Mean Time
GPRS= General Packet Radio Service
GSM= Global System for Mobile Communication
HIV= Human Immunodeficiency Virus
IAEA= International Atomic Energy Agency
IFC= International Finance Corporation
IRRI= International Rice Research Institute.
IAS= International Accounting Standard
IBRD= International Bank for Reconstruction and Development
ICJ= International Court of Justice
ICB= Investment Corporation of Bangladesh
ICSID= International Centre for Settlement of Investment Disputes
IDB= Islamic Development Bank
IDA= International Development Association (Also called 'soft-loan-window')
IFC= International Finance Corporation
IOC= international Olympic Committee
ILO= International Labor Organization
IMF = International Monetary Fund
lnterpol= International Criminal Police Organization
ISD= International Subscriber Dialing
ISP= Internet Service Provider
LGED= Local Government Engineering Department
LPG= Liquidities Petroleum Gas
MICR= Magnetic Ink Character Recognition
MIGA= Multilateral Investment Guarantee Agency
MMS= Multimedia Message Service
NAFTA= North American Free Trade Agreement
NASA = National Aeronautics and Space Administration
NBFI= Non Banking Financial Institution
NBR= National Board of Revenue
NRB= Non-Resident Bangladeshi
NCC= National Cadet Corps
NAM= Non-Aligned Movement
NATO= North Atlantic Treaty Organization
NGO= Non Government Organization
NWD= Nation Wide Dialing
OIC= Organization of Islamic Cooperation
OPEC= Organization of Petroleum-Exporting Countries
PABX= Private Automatic Branch Exchange
PIN= Personal Identification Number
PSTN= Public Switched Telephone Network
PSC= Public Service Commission
PUC= Personal Unblocking Code
PUK=Personal Unblocking Key
RJSC= Registrar of Joint Stock Companies and Firms
SAARC= South Asian Association for Regional Cooperation
SAFTA= South Asian Free Trade Area
SAPTA= SAARC Preferential Trade Agreement
SEC= Securities and Exchange Commission
SIM= Subscriber Identity Module
SMS= Short Message Service
STD Account^ Short Term Deposit Account
SND Account: Short Notice Deposit Account
SWIFT= Society for Worldwide Inter-bank Financial
Telecommunication SLR= Statutory Liquidity Ratio
(It is the amount that commercial bank cannot invest. Currently for Non Islamic commercial banks 20%
and Islamic commercial bank 10%)
TA= Travelling Allowances
TCB= Trading Corporation of Bangladesh
Tl= Transparency International
TIFA= Trade and Investment Framework Agreement
UNDP= United Nations Development Programme
UNESCO= United Nations Educational, Scientific, and Cultural Organization
UNICEF= United Nations Children's Fund
VIRUS= Vital Information Resources Under Seize
VolP= Voice over Internet Protocol
WASA= Water Supply and Sewerage Authority
WB= World Bank (Comprises of IDA, IBRD, IFC, MIGA and ICSID)
WFP= World Food Programme
WTO= World Trade Organization
WHO= World Health Organization
WiMAX= Worldwide Interoperability for Microwave Access XL= Extra Large
Top of Form
মঙ্গলকাব্য
মঙ্গলকাব্যের উপজীব্য কি ?
উঃ ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুনগানমঙ্গলকাব্যর উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চন্ডীই এদের মধ্যেগুরুত্বপূর্ণ।
মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কি কি?
উঃ মঙ্গল কাব্য প্রধানতঃ দু’প্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য।
উল্লেখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কি কি?
উঃ অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।
উল্লেখযোগ্য লৌকিক মঙ্গলকাব্য কি কি?
উঃ মনসা মঙ্গল, চন্ডীমঙ্গল, কালিমঙ্গল, গৌরীমঙ্গল (বিদ্যাসুন্দরী), সারদামঙ্গলপ্রভৃতি।
সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্যধারা কোনটি?
উঃ মনসামঙ্গল।
সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গলকাহিনী কোনটি?
উঃ চাঁদ সাগরের বিদ্রোহ ও বেহুলারসতীত্ব কাহিনী।
মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনীনিয়ে রচিত?
উঃ দেবী মনসা’র কাহিনী।
মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কি?
উঃ মনসাদেবী, চাঁদ সুন্দর, বেহুলা, লক্ষ্মীন্দর।
মনসামঙ্গলের আদি কবি কে?
উঃ কানা হরিদত্ত।
কোন রাজার সময় মনসা মঙ্গল কাব্যরচিত হয়?
উঃ সুলতান হুসেন শাহের সময়ে।
মনসামঙ্গলের অন্যতম কবি নারায়নদেবের জন্মস্থান কোথায়?
উঃ বর্তমান কিশোরগঞ্জ জেলায়।
কবি নারায়ন দেবের কাব্যের নাম কি?
উঃ পদ্মপুরাণ।
মনসামঙ্গলের অন্যতম কবি বিজয়গুপ্তের জন্ম স্থান কোথায়?
উঃ বরিশাল জেলার বর্তমান গৈলাগ্রামে এবং প্রাচীন নাম ফুলশ্রী।
‘মনসা বিজয়’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়।
মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবেকোন কবির বিশেষ খ্যাতি ছিল?
উঃ দ্বিজ বংশীদাস।
দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহনকরেন?
উঃ কিশোরগঞ্জ জেলার পাতুয়ারীগ্রামে।
মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবিক্ষেমানন্দের উপাধি কি ছিল?
উঃ কেতকা দাস।
চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি?
উঃ মানিক দত্ত।
কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যরসর্বাধিক প্রসার ঘটে?
উঃ ষোড়শ শতকে।
চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময়পর্যন্ত বি¯তৃত?
উঃ ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।
চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্টকবি কে?
উঃ কবি কবিকঙ্কন মুকুন্দ রামচক্রবর্তী।
কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহনকরেন?
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।
কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?
উঃ মেদিনীপুর জেলার অড়বা গ্রামেরজমিদার রঘুনাথের।
মুকুন্দ রামকে কে কেন ‘কবিকঙ্কন’ উপাধি দেন ?
উঃ জমিদার রঘুনাথ শ্রী শ্রীচন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য।
মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যরঅন্যান্য নাম কি কি?
উঃ অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল, চন্ডীমঙ্গল, প্রভৃতি।
চন্ডীমঙ্গলের উল্লেখ্যযোগ্য কবিরনাম কি?
উঃ দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।
ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবংকি কি?
উঃ দুটি। যথাঃ (ক) রাজাহরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।
ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
উঃ ময়ূর ভট্ট।
‘হাকন্দপুরান’ কার রচিত কাব্য গ্রন্থ?
উঃ ময়ূর ভট্ট।
শ্যাম পন্ডিত কে ছিলেন?
উঃ ধর্মমঙ্গলের অন্যতম কবি।
নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থেরনাম?
উঃ শ্যাম পন্ডিত।
সা’ বারিদখান রচিত মঙ্গল কাব্যর নাম কি?
উঃ বিদ্যাসুন্দর।
‘কবিরঞ্জন’ কোন কবির উপাধি?
উঃ রাম প্রসাদ সেন।
রাম প্রসাদ সেনকে কে ‘কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থেরনাম কি?
উঃ কবিরঞ্জন।
অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠকবি হিসেবে কোন কবি সুপরিচিত?
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।
অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতাকে?
উঃ ভারত চন্দ্র।
ভারতচন্দ্র কে কে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
ভারতচন্দ্রের রায় রচিত মঙ্গলকাব্যর নাম কি?
উঃ অন্নদামঙ্গল কাব্য।
ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থানকোথায়?
উঃ হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া)গ্রামে।
কোন কবির জীবানাবসানের মাধ্যমেমধ্যযুগের অবসান হয়েছে?
উঃ কবি ভারত চন্দ্র রায় গুনাকর।
বৈষ্ণব পদাবলী
বৈষ্ণব সাহিত্য কি? উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিতসাহিত্যকে।
বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে কবে? উঃ চর্তুদশ শতকে।
বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন? উঃ ষোড়শ শতকে।
শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল? উঃ আঠারো শতক।
বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কেকে? উঃ বিদ্যাপতি ও চন্ডীদাশ।
বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয়কে কে? উঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।
বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি? উঃ চর্তুদশ শতক।
জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকেরকবি? উঃ ষোড়শ শতক।
বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলীরচনা করেছেন? উঃ ব্রজবুলী ভাষায়।
বৈষ্ণব পদাবালী সাহিত্যেরউল্লেখ্যযোগ্য কবি কে কে?
উঃ বিদ্যাপতি, চন্ডী দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচনদাস, শেখ কবির, সৈয়দ সুলতান,হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাশ, গয়াস খান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম,করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ।
বৈষ্ণব পদাবলী সাহিত্যেরউল্লেখযোগ্য মুসলিম কবি কে কে?
উঃ আলাওল, সৈয়দসুলতান, আকবর, ফয়জুল্লাহ, ্আফজল, সালেহ বেগ, নাসিরমাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াসখান, ফাজিল, নাসির মহম্মদ,আলীরজা, করম আলী।
বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কিকি?
উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা।
অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায়রচিত হয়েছে?
উঃ ব্রজবূলী ভাষায়।
শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কেকে?
উঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।
বিজ্ঞান :
হৈমন্তী ,রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম প্রকাশ- মাসিক পত্র ‘স
Comments
Post a Comment