নাম নেওয়ার পূর্বে চেকিং করুন
একি নামের ডোমেইন/সাইটের নাম দিবেন তা ঠিক করে নিন। এবং বাকি সব যে নামের একাউন্ট ওপেন করবেন সেই সব সাইটে গিয়ে চেকিং করে নিন কোন নামটি ফাকা আছে কিংবা ব্লক হয়ে গিয়েছে। আমার পরামর্শ হল: প্রথমত গুগল ব্লগ স্পট সাইট ও ওয়ার্ডপ্রেস সাইটে একই নামের একটি ফ্রি ব্লগ ওপেন করবেন। অতপর বাকি সাইটের নাম গুলো রেজি: করে নিবেন তাহলে কেউ পরবর্তীতে রেজি: করে নিতে পারবে না। অতপর পরিশেষে ফ্রি ব্লগের নামের সাথে একটি পেইড ডোমেইন ক্রয় করলেই হবে।
★★★ জ্ঞাতব্য বিষয়:
ভাল নামের যদি একটি ফ্রি সাইট ওপেন করেন। তাহলে পরবর্তীতে ঐ নামের ডোমেইন নিতে পারবেন। কারন, বর্তমানে যে নামের ডোমেইন গ্রহন করুন না কেন, সাইট রেস্পন্স হিসাবে অবশ্যই ওয়ার্ডপ্রেস ও ব্লগ স্পট সাইটে একই নামের সাব ডোমেইন হতে হবে। যদি দেখেন ডোমেইন হিসাবে কোন নাম খালি আছে বাট ফ্রি সাব ডোমেইন হিসাবে ফ্রি ওয়েব সাইট ওপেন করা হয়েছে। তাহলে ঐ নাম বাদ দিতেই হবে।
★★★ উদাহরন:
★★★ উদাহরন:
মনে করুন ডোমেইন হিসাবে durerbondhu dot comনিবেন কিন্তু durerbondhu ডোমেইন নামটি ফাকা আছে। বাট ওয়ার্ডপ্রেস/ব্লগ স্পট সাইটে উক্ত নামটি ব্যবহার করা হয়েছে তাহলে উক্ত নামটি বাদ দেওয়াই শ্রেয়।
tag:bloggers
Comments
Post a Comment