একটি ভাল ও ইউনিক নামের বাহার
★★★ আপনি ফ্রি ও পেইড যে ভাবেই সাইট/ব্লগ চালু করুন না কেন! আপনাকে অবশ্যই একটি ভাল নাম খুজতে হবে। অর্থাত সাইটটি ভাল ও ইউনিক নামের হতে হবে। নামটি অর্থবোধক, সহজ ও ইউনিক হতে হবে। আবোল-তাবোল নাম ভিজিটরদের মনে জগা খিচুড়ী দিবে।
যেমন- আপনি প্রযুক্তি বিষয়ক একটি ব্লগ সাইট দাড় করাবেন সেখানে নাম দিলেন Hotcow কিংবা ডাউনলোডের সাইটের নাম দিলেন mofiz mama। এই সব নাম কিন্তু ভাল ফল করবে না। কেননা, ভিজিটরদের তো মনে রাখতে হবে। এবং হ্যা ভাল নাম কিন্তু আপনার সাইটের ভাল SEO তৈরির সুযোগ দিবে। তাই যে উদ্দেশ্য নিয়ে সাইট তৈরি করবেন, সেই নামে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষত ইংরাজী সাইট তৈরির ক্ষেত্রে।
Tag:blogging
Comments
Post a Comment