ফেসবুক চ্যাট থেকে অনলাইন স্ট্যাটাস হাইড করার নিয়ম
ফেসবুক সম্প্রতি নতুন একটা ফিচার চালু করেছে যার মাধ্যমে আপনি আপনার অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারবেন। আগে অনলাইন স্ট্যাটাস হাইড করতে চ্যাট অপশনটি সম্পূর্ণ বন্ধ করা লাগতো কিন্তু বর্তমানে আপনি আপনার সুবিধামতো যে কারো জন্য নিজের অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারবেন।
১। প্রথমে settings এ গিয়ে advance settings এ ক্লিক করুন।
২। advance settings এ আপনি দুটা অপশন পাবেন Turn on chat for all friends এবং turn on chat from selected friends।
৩। আপনি আপনার পছন্দ মতো অপশন বাছাই করে save বাটন ক্লিক করুন।
Comments
Post a Comment