Skip to main content

ইন্টারনেট ও মোবাইলে কল ফ্রি করে দেওয়ার দাবি ব্যারিস্টার সুমন

ইন্টারনেট এবং কল চার্জ ফ্রি করার আহবান
ব্যারিস্টার সুমনের


দেশের এই ক্রান্তি-লগ্নে সরকারি মোবাইল অপারেটরসহ সকল অপারেটরগুলোর কাছে কলচার্জ-এমবি চার্জ ফ্রি চাইলেন সোশ্যাল মিডিয়ার সরব মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার বিকেল ৩টা ২৮ মিনিটে তার ফেসবুক পেইজে লাইভে এসে তিনি এ দাবি জানান।
লাইভের শুরুতে সুমন বলেন, করোনায় সারা বাংলাদেশ লকডাউনে আছে। মৃত্যুর মুখোমুখি থেকে আমরা বলতে চাই, সরকারের নির্দেশনামত আমরা ঘরে থাকার চেষ্টা করেই যাচ্ছি। সবাই চেষ্টায় আছে, এই মহাজাগতিক দুর্যোগের মোকাবেলা কিভাবে করা যায়। কিন্তু এই ক্রান্তি-লগ্নে যারা ব্যবসার চিন্তা করে তারা আর যাইহোক বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে নাই। আমি ফোন কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের তো বর্তমানে বাসায় কাজ নেই, বাচ্চারা চিল্লাচিল্লি করে। তাদের আনন্দ দেয়ার জন্য কার্টুন বা অন্য কিছুর ব্যবস্থা করতে হয়। নিজেদের জন্যও খবর দেখতে বা আত্ম বিনোদনের জন্য নেট দরকার। আমরা এখন ইন্টারনেটের উপর নির্ভর হয়ে গেছি। দেশের এই সময়টাতে কি আপনারা কলচার্জ ও এমবি চার্জ কমাতে পারেন না?
গ্রামীনফোনের উদ্দেশে তিনি বলেন, আপনারা তো ১২০০০ কোটি টাকার মধ্যে সরকারকে একহাজার কোটি টাকা দিতে কত নাটক করছেন। এখন দেশের এই শোচনীয় অবস্থায় কি এই কাজটা করতে পারেন না। আপনারা তো চ্যারিটির টাকা দিয়ে এই কোম্পানি গড়ে তুলেছেন। ব্যবসা আপনাদের চেয়ে কেউ ভালো বুঝে না। একটা মেসেজ দিয়ে কতভাবে টাকা কেটে নেন। লম্বা সময় না দেন, এক দুই মিনিটের জন্য তো ফ্রি করতে পারেন?
সরকারের দৃষ্টি আকর্ষণ করে সুমন বলেন বলেন, কোম্পানিগুলোর ট্যাক্স কমিয়ে কলরেট, এমবি রেট কমানোর ব্যবস্থা করেন। দেশের সবকিছু বন্ধ, একজন মানুষ কিভাবে টাকা রিচার্জ করবে?
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ফ্লোরা বলেন, ‘নতুন করে দেশে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।’
তিনি আরও বলেন, ‘নুতন শনাক্তের মধ্যে ৪১-৫০ বছরের কোঠায় ১১ জন এবং ২১-৩০ বছরের কোঠায় আছেন ৬ জন। সারাদেশ শনাক্ত ১২৩ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকা শহর ৬৪ জন। এছাড়া নারায়ণগঞ্জে ২৩ জন এবং এরপরে মাদারীপুরে করোনায় শনাক্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহের মধ্যে নারায়ণগঞ্জের ১২ জন শনাক্ত হয়েছে।’
ডা. সেব্রিনা বলেন, ‘এক সপ্তাহ আগেই দুদক পরিচালকের করোনা শনাক্ত করা হয়। এরপর তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়। বাকি দু'জন হাসপাতালে আনার পর মারা যান।’
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে।

Comments

Online income news

Scash এর "A to Z"

scash এ কাজ করুন মাসে ১০/১৫  হাজার টাকা ইনকাম করুন। আগেই বলে নিচ্ছি রেফার করতে না পারলে আপনি মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন না।। Scash হল বাংলাদেশি একটি অ্যাপ।এই অ্যাপ থেকে আপনি ঘড়ে বসেই মোবাইল দিয়ে পাচ্ছেন  মাসে ১০০০০-১৫০০০ টাকা ইনকাম করার সুযোগ। *********************************** এখানে আপনি ৭ টি লেবেলে ইনকাম করতে পারবেন ৭ টি লেবেল বলতে  আপনি যাদের রেফার করবেন তাদের ইনকামের উপর আপনি পাচ্ছেন ২০%  আপনার রেফার রা যাদের কে রেফার করবে তারা হবে আপনার ২য় লেবেল তাদের কাছে আপনি পাচ্ছেন ১০%  এর পর আপনার ২য় লেবেল যাদের কে রেফার করবে তারা হবে আপনার ৩য় লেবেলে  এভাবে আপনি ৭ লেবেলে এ ইনকাম করতে পারবেন। এক সময় দেখা যাবে আপনাকে কোনো কাজই করতে হবে না শুধু রেফারের ইনকামে আপনি টাকা নিতে পারবেন।। ***************** আপনি যদি এই অ্যাপ এ একাই কাজ করেন তবে ১ দিনে ১০০ টাকার বেশি ইনকাম করতে পারবেন না  তাহলে মাসে এই হিসেবে আসবে ৩০*১০০=৩০০০ টাকা।।। এই অ্যাপ এ মাত্র ১০ জন রেফার করতে পারলে আপনি প্রতিদিন ১.৫০$ অর্থাৎ ১২০ টা...

প্রতিদিন ৩০০-৪০০ টাকা বিকাশে পেমেন্ট নিন, ফ্রি তে একাউন খুলুন

আসসালামুয়ালাইকুম " সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে।। বন্ধুরা প্রতিদিনের মত আজকে আপনাদের সাথে আরও একটি নতুন আর্নিং অ্যাপ নিয়ে আলোচনা করব, আজকে যে অ্যাপ টি নিয়ে আলোচনা করব এই অ্যাপটির নাম হচ্ছে U Cash... এই অ্যাপ টিতে আপনি প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন, কাজ টা আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে, মানে আপনি যতক্ষন ধৌর্য ধরে রাখতে পারেন, এখানে কাজ করা খুবই সহজ। ((মাত্র ৩ ঘন্টার মধ্যে পেমেন্ট পেলাম দেখুন ) ই পেমেন্ট নেওয়ার পদ্ধতি: ১)বিকাশ ২)মোবাইল রিচার্জ ------------------------- কিভাবে একাউন খুলবেন: আপনি চাইলে এই ভিডিও টি দেখেও একাউন খুলতে পারবেন নতুবা, প্রথমে আপনি এই লিংক টিতে যাবেন দেখতে পারবেন একটা অ্যাপ পেয়ে যাবেনন,অ্যপ টি ডাউনলোড করে নিন। তারপর Install করুন এরপর Open করুন। Open করলে এই রকম দেখতে পারবেন Sing up এ ক্লিক করুন এরপর নিচের পিকচার টির মত দেখতে পারবেন  এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার টি(বিকাশ নাম্বার) দিবেন তারপর আপনার মন মত একটা পাসওয়ার্ড দিন, তারপর রেফার এর জায়গায় 01738666764 এই নাম্বার টি দিয়ে দিন তারপর Sing Up...

সাথে সাথে পেমেন্ট

বন্ধুরা সবাই কেমন আছেন ??আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ইনকামের অ্যাপ যেটা দিয়ে আপনি প্রতিদিন যা ইনকাম করবেন সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন। এই অ্যাপে কাজ করতে আপনাকে কোনো ইনভেষ্ট করতে হবে না। এখানে কাজ করে আপনি প্রতিদিন ১$-২$ ইনকাম করতে পারবেন। এখান থেকে উইথড্র দিতে সময় আপনি ১০০০ সাতসি করে উইথড্র করে দিবেন , বেশি দিলে হয়ত বেশি নাও পেতে পারেন। কিভাবে একাউন খুলবেন ,আপনি চাইলে এই ভিডিও টি দেখেও একাউন করতে পারেন ,তবে আপনি এই কাজ টা কিভাবে করবেন তার জন্য ভিডিও টি অশ্যই দেখবেন ।। একাউন খোলার জন্য প্রথমে এখান থেকে অ্যাপ টি Install করে নিন, ১)তারপর Open করুন। ২) তারপর নিচের ফরম টির মত একটি ফরম পেয়ে যাবেন ত এখানে সব পরিচয় ঠিক ভাবে দিয়ে দিন আর ইমেইল দেওয়ার ক্ষেত্রে যে কোনও ইমেইল দিলেই হবে না  এখানে আপনাকে এমন একটি ইমেইল দিতে হবে যেটাতে আপনার কয়েন বেজ একাউন খোলা আছে ,যদি আপনার কয়েনবেজ একাউন না খোলা থাকে  তাহলে কি করবেন !!  আপনার যত ইমেইল আছে তার মধ্যে ভাল যে ইমেইল টা আছে সেই ইমেইল টা দিয়ে দিনন আর টাকা তোলার আগে এই ইমেইল দিয়ে ...