Skip to main content

Posts

Showing posts from March, 2018

প্রিয় বাবা। মোঃ আব্দুর রশিদ

"প্রিয় পিতা" মো:আব্দুর রশিদ সূর্য স্নানে দগ্ধে, আপন কায়ে ব্যথা লয়ে মম শিরে বৃক্ষ ছায়া হয়ে,  সর্বদা যে দাঁড়ায়ে তথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। বর্ষার প্লাবনে ভিজে, আপন গাত্রে কাঁপুনি করে মম মাথায় ছাতা ধরে সর্বসম যে থাকে হেথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। কষ্টের গহিনে থেকে, আত্মসুখ পরিহরে মম সুখের রাজ্য গড়ে যে ভুলে আপন ব্যথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। আত্ন অভিলাষ ভুলে সহৃদয় হেলায়ে, মম হৃদয় বাঞ্ছা খুলে যে কহে মোর কথা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা। প্রথম মাতৃস্থানে, বসিয়ে আপন তনয়া; "বাবা"বাবা" কলরবে যে ডাকে সর্বদা; সে তোঁ আর কেহ নহে সে যে মোর প্রিয় পিতা।

মা। মো:আব্দুর রশিদ

"মা" মো:আব্দুর রশিদ আজ আমি বসে আছি, পা দুটো এলিয়ে দিয়ে,, কী আয়েশি ভঙ্গিতে, কিন্তু একদিন তো আমি, বসতেই পারতাম না! কে শেখালো বসতে আমায়? আজ আমি দাঁড়িয়ে আছি, হাটছি, খেলছি ও দৌড়াচ্ছি,, কারও কোন সাহায্য ছাড়াই, কিন্তু একদিন তো আমি, ঠিকমত দাঁড়াতেই পারতাম না! কে শেখালো দাঁড়াতে আমায়? আজ আমি গলাধঃকরণ করছি, কত শত শক্ত খাবার, কিন্তু একদিন তো আমি, খেতেই পারতাম না, এমনকি কোন নরম খাবারও নয়! কে শেখালো খেতে আমায়? আজ আমি কল্পনা করছি, কলম খাতা রাঙিয়ে তুলছি, হাজারো ছন্দ আর কবিতায়, কিন্তু একদিন তো আমি, লিখতেই পারতাম না! কে শেখালো লিখতে আমায়? আজ আমি ভীষণ বাকপটু, জয় করেছি কতশত মঞ্চ, আবেগ আর জ্বালাময়ী বক্তৃতায়, কিন্তু একদিন তো আমি, কথা বলতেই পারতাম না! কে শেখালো বলতে আমায়? আজ আমি খুবই সহনশীল, হাজারো কষ্টে চক্ষু বেয়ে, গড়িয়ে পড়ে না অশ্রুফোটা, কিন্তু একদিন তো আমি, সামান্য বিষয়েই কেঁদে ফেলতাম! কে শেখালো সহনশীলতা আমায়? কে? কে? কে? এরুপ শতসহস্র প্রশ্নের উত্তর, খুঁজতে গিয়ে পেলাম আমি যা, সবকিছুর পিছনেই অবদান রেখেছ...

বাবা । মো: আব্দুর রশিদ

"বাবা"  মো: আব্দুর রশিদ কেউ ডাকে আব্বু, আবার কেউবা আব্বা, সবার চেনা পরিচিত শব্দ বাবা। বাবা, শব্দটি অতি ছোট! এর সাথে জড়িয়ে থাকে কত জীবন থাকে কত মানুষের কাল্পনিক স্বপন। নিজ সন্তানের যতো আবদার পূরণের মাঝেই সুখ তার, শত কষ্টেও মুখে থাকে হাসি তার দোয়ায় থাকে পরিবারের খুশি, সবার খুশিতেই তিনি হন সুখী অন্যের দুখে তিনি হন দুখী। ভালোবাসার প্রকাশ মুখে ফোটে না তার কাজকর্মেই দেখিয়ে দেন ভালোবাসার উপহার। তিনি কোনো সিনেমার নায়ক নন তিনি শত মানুষের চাওয়া নন ‘আশা’ এর আরেক নাম তিনি হন। কোনো রূপকথাতেও তার স্থান নেই তিনি থাকেন বাস্তব জগতের পৃথিবীতে, সবার স্বপ্ন পূরণেই তার জীবন লড়াই তিনি থাকেন সন্তানের পৃথিবী হয়ে। হাজার সালাম রাখি তার চরণে যিনি থাকেন পরিবারের ঢাল হয়। তিনি হলেন বাবা, তিনি হলেন বাবা।

মা । মো:আব্দুর রশিদ

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আমার ব্লগার সাইটে আপনাকে সাগতম।আমাদের এই সাইটে আপনারা প্রয়োজনীয় সকল পোষ্ট পাবেন। আমাদের পোষ্ট গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।        "মা"                   মো:আব্দুর রশিদ        চাঁদনী রাতে        নদীর কূলে মাথা রেখে        তোমার কোলে। গুণতাম কতো তারা    সাক্ষী আছে যারা। মা আমি আকাশ ছুঁবো, তোমার জন্য তারা আনব আকাশের পাখি হয়ে, নদীর মতো বয়ে তোমায় নিয়ে পৃথিবী ঘুরবো। তুমি বলতে,                  ওরে আমার অবুঝ খোকা         আমার আছে কি কোনো ইচ্ছে বাকি?                  তুই আমার সকাল সন্ধ্যা                             আমার আচঁলে তুই বান্ধা।          ...

ষড় ঋতু

কবিতাটি লিখেছিলাম যখন ৮ম শ্রেনী তে পড়তাম ----------------------                   ষড় ঋতু             মো: আব্দুর রশিদ বাং লাদেশে জন্ম আমার বাংলা আমার প্রান, বাংলাদেশে বাস করি বাংলায় গাই গান| বাংলাদেশের ছয়টি ঋতু ধরায় কত নেশা,  দ্বিতীয় ঋতু বর্ষার বৃষ্টি আমার ভালবাসা| প্রথম ঋতুর দ্বিতীয় মাসে কাঁঠাল পাকে যখন, শহরে নয় গাঁয়েতে মন যায়রে ছুটে তখন| শরৎ কালে শিউলী ফুলের লাগে আসর মেলা, শুভ্র মেঘের ভেলার ফাকেঁ আঁকাশের কত খেলা| হেমন্তের সকাল বিকাল,                          কৃষক ধরে ব্যস্তর হাল| শীতকালে ভাপা পিঠা আসে যখন দেশে, ছেলে যুবক যুবতী সব বসে বুড়োর বেশে| শীতকালে ভোর সকালে উঠি যখন আমি, শিঁশিঁর বিন্দু ঘাসের উপর সোনার চেয়েও দামি| শেষ সময়ে ঋতুরাজ আসে বসন্ত, মধুর সুরে কোকিলের ডাক বাঁচে অনন্ত| এইতো মোদের বাংলারে ভাই ফুল ফসলে ভরা, ছয়টি ঋতু এই বাংলাকে থাকতে দেয়না মরা| 💜💜💜💜💜💜💜💜💜 https://www.facebook.c...

একদিন ত মরেই যাব

একদিন ত মরেই যাব ফেসবুকে ভাইরাল হওয়া (একদিন ত মরেই যাব)এই পোষ্ট টির সম্পর্কে যদি বলা হয়, মৃত্যু কে নিয়ে এই ট্রল বানানো ঠিক নয়, এক শ্রেনীর মানুষ প্রতি উত্তরে বলতেছে,,,এটা কোনও ট্রল না, বরং আল্লাহ কে স্বরন করা হচ্ছে,।।।। তাদের জন্য আমার এই ছোট্ট এসএমএস টা উপহার।।।  আশা করি সবাই মনোযোগ দিয়ে পড়বেন। ------_---------------------_--------------- Md Abdur Rashid সারা দিন ভালবাসি ভালবাসি বলার নাম কি ভালবসা,, কখনো না,, ভালবাসতে হবে।।। ,, , একদিন ত মরেই যাব, একদিন ত মরেই যাব বললেই মরন কে স্বরন করা হয় না মিষ্টার ।। আল্লাহর কাজ করতে হবে মুখে বললেই কোনো লাভ হবে না মৃত্যু কে তখনই স্বরন করা হবে, যখন মৃতুর কথা মনে করে আল্লাহর রাস্তায় কাজ করবে নবীর দেখানো পথে চলবে ,,, এই নিয়ম গুলো মেনে চললে আর মুখে উচ্চারন করে বলতে হয় না যে,, একদিন ত মরেই যাব,, , , , , আমি মনে করি এটা একটা অনেক বড় ট্রল করা  হচ্ছে,,,,, , , যাই কথা বলা হোক,, একি উত্তর একদিন ত মরেই যাব,, কয় যে ভাত খাইছ,, উত্তর ভাত খেয়ে আর কি হবে একদিন ত মরেই যাব ,,কয় যে নামাজ পড়ছ, উত্তরে কয় নামাজ পইড়া কি হইব নামা...

আমার জীবনের শ্রেষ্ঠ গল্প(ষড় ঋতুর বাংলাদেশ)

        ষড় ঋতুর বাংলাদেশ             মো: আব্দুর রশিদ বাংলাদেশে জন্ম আমার বাংলা আমার প্রান, বাংলাদেশে বাস করি বাংলায় গাই গান| বাংলাদেশের ছয়টি ঋতু ধরায় কত নেশা,  দ্বিতীয় ঋতু বর্ষার বৃষ্টি আমার ভালবাসা| প্রথম ঋতুর দ্বিতীয় মাসে কাঁঠাল পাকে যখন, শহরে নয় গাঁয়েতে মন যায়রে ছুটে তখন| শরৎ কালে শিউলী ফুলের লাগে আসর মেলা, শুভ্র মেঘের ভেলার ফাকেঁ আঁকাশের কত খেলা| হেমন্তের সকাল বিকাল,                          কৃষক ধরে ব্যস্তর হাল| শীতকালে ভাপা পিঠা আসে যখন দেশে, ছেলে যুবক যুবতী সব বসে বুড়োর বেশে| শীতকালে ভোর সকালে উঠি যখন আমি, শিঁশিঁর বিন্দু ঘাসের উপর সোনার চেয়েও দামি| শেষ সময়ে ঋতুরাজ আসে বসন্ত, মধুর সুরে কোকিলের ডাক বাঁচে অনন্ত| এইতো মোদের বাংলারে ভাই ফুল ফসলে ভরা, ছয়টি ঋতু এই বাংলাকে থাকতে দেয়না মরা| ---------------------------------------------- এই কবিতা টি সম্পুর্ন আমার লেখা। আমি তখন ৮ম শ্রেনিতে পড়তাম। কবিতা লেখার প্রেরনা ...

Bhojo gobindo 22 march 2018

How to hide subscribe option

How to hide subscribe option  How are friends? Today I saw you how to hide your youtube channel numbars of subscriber. This is verry easy.so lets go.... 1st time you go to your chome browser and log in your youtube channel gmail. Then you go to "channel", just follow this picture  1..step 2) Go to  advance option follow the bellow picture 2 nd step 3)Go to the under and follow this photo and click Tag: youtube,how to hite your youtube subscribe member,subscriber hide  

Bike accident bd,আসুন একটু সচেতন হই

মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে পিচে কোবরা নৃত্যের মাধ্যমে জয়ী হয়েছেন

মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে পিচে কোবরা নৃত্যের মাধ্যমে জয়ী হয়েছেন মুশফিকুর রহিমের অপরাজিত 72 রানের ইনিংসে বাংলাদেশ 5 উইকেটে জয়ী হয়। শ্রীলংকার বিপক্ষে জয়ী রানারোপ করার পর মুশফিকুর রহিম নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি মিডউইকেটের ওপর চূড়ান্ত ওভারের চতুর্থ বল এবং একটি একক দৌড়ে দৌড়ানো। কিন্তু এটা কোন ব্যাপার না। তিনি একটি স্নেহ-শৈলী নাচ যে জনপ্রিয় nagin নাচ নামে পরিচিত না আগে একটি অট্ট চিত্কার এবং গর্জন আউট করা। এই ম্যাচে বাংলাদেশ প্লেয়ারের ম্যাচটি ছিল ২15 রানে পিছিয়ে থাকা দলকে সাহায্য করার জন্য। তারা তাদের জন্য একটি রেকর্ডের পেছনে পেছনে দৌড়াচ্ছে। বাংলাদেশ প্রথম খেলায় ভারতকে হারায় এবং এই ম্যাচে জয়লাভের প্রয়োজন। টুয়েন্টি ২0 ম্যাচে 215 রানের লক্ষ্যমাত্রা সবসময় শক্ত এবং বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম জয় পেতে চাপের মুখে ছিল। এবং মুশফিকুর রহমান তার জীবনের একটি কৌতুক, 35 বলের মধ্যে অপরাজিত 72 রান করে বাংলাদেশকে জয় এনে দেয় এবং পরে নাচ করে যে সবাই স্টেডিয়ামে আনন্দিত। মাহমুদউল্লাহ টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা প্রথমে ব্যাট করতে পাঠায়। তবে বাংলা...

নেপালের কাঠমান্ডু তে বাংলাদেশ ইউএস বিমান দুর্ঘটনা

  নেপালের কাঠমান্ডু তে বাংলাদেশ ইউএস বিমান দুর্ঘটনার কিছু পিকচার দেখুন,,, ফেসবুক থেকে সংগৃহীত আমি গভীরভাবে শোকাহত। নেপালের কাঠমান্ডু তে বাংলাদেশ ইউএস বিমান দুর্ঘটনায় নিহত সকলের অাত্মার মাগফিরাত এবং অাহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আপনার জীবন বদলে যেতে পারে এই একটি মাত্র কথায়

১ লক্ষ টাকা দামের একটি কথা ফ্রিতে জেনে নিন -------------------------------- আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন,আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকের পোষ্টটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি পোষ্ট। ------------------------------ জীবনে কিভাবে সাফল্য (success) ফিরিয়ে নিয়ে আসবেন। বেশি কিছু না সামান্য কিছু নিয়ম মেনে চলতে হবে। আশা করছি একটু মনযোগ দিয়ে পড়বেন আর কাজে লাগাবেন। -------------------------------------- মনে করুন আপনি ক্লাসের লাষ্ট বেঞ্চের ছাত্র/ছাত্রী। আপনি পড়ালেখায় অনেক পিছিয়ে, এখন আপনি কি করবেন, কিভাবে আপনি তার মত ভাল ছাত্র হবেন এর জন্য আপনার প্রথমে থাকতে হবে শক্তিশালি মনোবল এর পর যা লাগবে যদি দেখে থাকেন যে সেই ছাত্র টি খুব স্মার্ট গিরী দেখাচ্ছে, সেখানে তাকে দেখে আপনি একটা ফ্যাল ফ্যাল করে হাসি দেন,দেখে থাকবেন তার ফেটে গেছে, সে আর স্মার্ট ভাবে থাকতে পারবেনা, সে পড়ালেখায় অনেক দুর্বলতা অনুভব করবে, এর পর আপনি কি করবেন, এভাবে শুধু বসে থাকলে চলবে না এখন বাসায় এসে আপনাকে তার দুর্বলতা টা  কাজে লাগাতে হবে, মানে, আগের চেয়ে একটু বেশি পড়তে হবে। দেখবেন পরের দিন...

tui pagol tor mon pagol তুই পাগল তোর মন পাগল, লিরিক

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা  বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায় বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা আজ সব সত্যি মিথ্যে,দিন বলছে যেতে যেতে, মন গুমরে গুমরে মরছে কি উপায়, জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায় বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা এটা গল্প হলেও পারতো, পাতা একটা আধটা পড়তো, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা…

এর বেশি ভালবাসা যায় না

এর বেশি ভালবাসা যায় না  চোখ মেললেই দেখি তোমাকে চোখ বুজলেই পাই আরো কাছে তারও বেশি ভালবাসা আমি দিতে চাই যত ভালবাসা পৃথিবীতে আছে ভালবাসি বড় ভালবাসি এর বেশি ভালবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না ভালবাসি বড় ভালবাসি এর বেশি ভালবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না সূর্যের বুকে আছে যতটা আলো তারও বেশি তোমাকে বেসেছি ভাল রাত যত ভরে থাক আঁধার কালোয় আলোকিত হতে চাই তোমার আলোয় ভালবাসি বড় ভালবাসি এর বেশি ভালবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না ভালবাসি বড় ভালবাসি এর বেশি ভালবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না একটিও পলক একাকী তুমিহীনা চেনা চেনা লাগে বড় অচেনা ও রাত যত ভরে থাক আঁধার কালোয় আলোকিত হতে চাই তোমার আলোয় ভালবাসি বড় ভালবাসি এর বেশি ভালবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না

ইন্টারনেট সম্পর্কে অজানা কিছু প্রশ্ন জেনে নিন

ইন্টারনেটের জানা অজানা অনেক তথ্য Internet ১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৬৯ সালে। ২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন ? উত্তরঃ ১৯৯৬ সালে। ৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ? উত্তরঃ ভিনটন জি কার্ফ । ৪। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে? উত্তরঃ এলান এমটাজ । ৫। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names And Number – ICANN এর প্রতিষ্টা কবে? উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয় ) ৬। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? উত্তরঃ ডট কম । ৭। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ? উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র ৮। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ? উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network) www ৯। প্রশ্নঃ WWW এর অর্থ কি ? উত্তরঃ World Wide Web. ১০। প্রশ্নঃ WWW এর জনক কে ? উত্তরঃ টিম বার্নাস লি । Email ১১। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ? উত্তরঃ রে টমলি সন। Compiuter ১২। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগত...